নারকেলডাঙায় ২৮ নম্বর ওয়ার্ডে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি স্থানীয়দের। অভিযোগ, বিভিন্ন বাতিস্তম্ভ থেকে নিয়মিত বিদ্যুৎ চুরি হয়। এলাকায় বেশ কিছু জায়গায় খোলা অবস্থায় পড়ে রয়েছে বিদ্যুতের জয়েন্ট বক্স। ফলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে, গতকাল নারকেলডাঙার রাজা রাজনারায়ণ স্ট্রিটে অষ্টম শ্রেণির পড়ুয়ার মৃত্যুর পর, আজ ঘটনাস্থলে যায় পুরসভার প্রতিনিধিদল।