Arjun Singh: ভাটপাড়ার পর জগদ্দলে শ্যুটআউট, কী প্রতিক্রিয়া সাংসদ অর্জুন সিংহের?

ABP Ananda 2022-07-03

Views 175

ভাটপাড়ার পর এবার জগদ্দল। ১২ ঘণ্টার মধ্যে ফের উত্তর ২৪ পরগনায় খুন। রাতে মদের আসরে পরিচিতর হাতে খুন ১৯ বছরের তরুণ। মৃতের নাম রোহিত দাস। জগদ্দলের ২৬ নম্বর রেলগেটের কাছে শান্তিনিবাস পল্লির ঘটনা। পরিবার সূত্রে খবর, টিটাগড় জুটমিলের শ্রমিক রোহিত গতকাল রাতে কাজে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণের মধ্যে বাড়ির সামনে থেকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলে ওই তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। কী কারণে খুন, খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ।  "শুনেছি মদের ঠেক, জুয়ার ঠেক চলত। দুই মাতালের মধ্যে গণ্ডগোল চলছিল। একজন মেশিন বের করে গুলি চালিয়ে দিয়েছে। পুলিশ তদন্ত করছে।'' প্রতিক্রিয়া ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS