Narendra Modi: উন্নয়নের ধারা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে লাগাতার কাজ করছি: নরেন্দ্র মোদি

ABP Ananda 2022-07-03

Views 7

"একুশ শতকে আমরা আত্মনির্ভর ভারত গঠনের কাজ করে চলেছি। তেলঙ্গানার মানুষও দেশ গঠনে লাগাতার পরিশ্রম করে চলেছে’। ঐতিহ্য ও পরাক্রমের পবিত্র ভূমি এই তেলঙ্গানা। এই পবিত্র ভূমি থেকে গোটা ভারতে আশীর্বাদ বর্ষিত হয়। তেলঙ্গানার উন্নয়ন বিজেপির প্রাথমিক গুরুত্বের মধ্যে পড়ে। গত ৮ বছরে আমরা প্রত্যেক ভারতীয়র জীবনে পরিবর্তন আনার চেষ্টা করেছি। উন্নয়নের ধারা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে লাগাতার কাজ করছি।' মন্তব্য নরেন্দ্র মোদির। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS