Coronavirus : চতুর্থ ঢেউতে মারাত্মক হারে আক্রান্ত হচ্ছে শিশুরা, চিকিৎসকরা কী বলছেন ?

ABP Ananda 2022-07-04

Views 67

ভারতে আছড়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ! হু হু করে বাড়ছে সংক্রমণ। বড়দের পাশাপাশি, মারাত্মক হারে আক্রান্ত হচ্ছে শিশুরা। এই পরিস্থিতিতে কীভাবে সতর্ক থাকবেন? পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।' বেশিরভাগ বাচ্চাদের দেখা যাচ্ছে জ্বর, হালকা সর্দি, গলাব্যথা। অল মোস্ট ৭০ পারসেন্ট বাচ্চা...যাঁরা জ্বর নিয়ে আসছে, তাঁরা পজিটিভ হয়ে যাচ্ছে.. তারপর আরটিপিসিআর করে কনফার্ম করে নিচ্ছি। ওদের কারও শ্বাসকষ্ট নেই। আনকমফোর্টনস নেই। নাক দিয়ে জল, মাথা ব্যথা, টেস্ট করলই পজিটিভ। এতটা এপিডেমিক আগে দেখিনি। কিন্তু সিরিয়াস কেস খুব একটা নেই। ' জানালেন চিকিৎসক অপূর্ব ঘোষ । 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS