লোকসভা ভোটের আগে ফের বঙ্গ রাজনীতিতে সক্রিয় মিঠুন চক্রবর্তী। পৌঁছলেন কলকাতায়। শরীর সুস্থ থাকলে যাবেন রাজ্য বিজেপি দফতরে। জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ২০২১-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। বিভিন্ন জায়গায় বিজেপির হয়ে প্রচারও করেন তিনি।