' ছোটবেলায় ওঁর একাধিক ছবিতে কাজ করতে পারিনি অ্যানুয়াল পরীক্ষা ছিল বলে' বললেন সোহম। একসময় সত্যজিত রায়ের ছবিতে কাজ করছিলেন সোহম, সেই সময়ই তরুণ মজুমদারের থেকে ডাক পান সোহম। তখন তরুণ মজুমদার নিজেই বলেন, ও এখন সত্যজিৎ রায়ের ছবিটাই করুক, পরে আবার ডাকব। ডেকেওছিলেন। চাঁদের বাড়ি ছবিতে কাজ করেন সোহম।