ধর্মতলায় চিটফান্ড সাফারার্স অ্যাসোসিয়েশনের বিক্ষোভে যোগ দেওয়ার পর বিক্ষোভের মুখে বিজেপি নেতা কল্যাণ চৌবে। টাকা ফেরত কবে ? প্রশ্ন চিটফান্ড সাফারার্স অ্যাসোসিয়েশনের। চিটফাণ্ড মামলায় সিবিআই তদন্ত ধীর গতিতে এগোচ্ছে। তদন্তে অগ্রগতির দাবিতে ধর্মতলায় বিক্ষোভ সমাবেশ করে চিটফান্ড সাফারার্স অ্যাসোসিয়েশন। ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সম্পত্তি বিক্রি করে টাকা ফেরত দিতে কমিটি গঠন হলেও সুরাহা হয়নি। কোনও সাহায্য করছে না রাজ্য সরকার, এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের। রাজ্যপালের কাছে দেওয়া হয় ডেপুটেশন। সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।