দিল্লি থেকে দুবাইগামী বিমানের করাচিতে অবতরণ। মাঝ আকাশে স্পাইস জেটের বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সংস্থার তরফে জানানো হয়েছে, বিমানের ইন্ডিকেটর লাইট কাজ করছিল না। তাই করাচিতে বিমানটিকে নামানো হয়। সমস্ত যাত্রীরা নিরাপদে আছেন। অন্য একটি বিমানে তাঁদের দুবাই যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে স্পাইস জেট কর্তৃপক্ষ।