‘তৃণমূল বিধায়করা নিজেদের লেটার হেডে নাম লিখে সুপারিশ করেছেন’, প্রাথমিকে চাকরি প্রার্থীদের জন্য সুপারিশ করেছেন বলে দাবি মামলাকারীদের।তিন তৃণমূল বিধায়কের প্যাডে লেখা চিঠির প্রতিলিপি আদালতের কাছে দেওয়া হয়। অখিল গিরি, অসীম মাঝি, শুভ্রাংশু রায়ের লেটার হেডে করা সুপারিশ পত্র। সেই সুপারিশ পত্র পেশ করা হল প্রধান বিচারপতির কাছে। সুপারিশ পত্রের সঙ্গে জমা দেওয়া হল নামের তালিকাও। ২০১৪ সালে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপি নেতা তাপস ঘোষের দায়ের করা মামলা, শুনানি শেষ, রায়দান স্থগিত।