মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘অনুপ্রবেশ’, সিট গঠন করে তদন্তে লালবাজার। জেড প্লাস সুরক্ষার ঘেরাটোপ এড়িয়ে কীভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ? কীভাবে জামার আড়ালে রড নিয়ে ৭ ঘণ্টা লুকিয়ে ছিল হাসনাবাদের হাফিজুল? ডিসি ডিডি স্পেশাল, ডিডি এসটিএফের নেতৃত্বে সিট গঠন করল লালবাজার‘কোনও গাফিলতি ছিল কিনা, কী উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল হাফিজুল?’ সমস্ত বিষয়েই তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল।