Mithun Chakraborty : এক ছবিতে মিঠুন চক্রবর্তী এবং দেব, এবিপি আনন্দকে দিলেন একান্ত সাক্ষাৎকার

ABP Ananda 2022-07-05

Views 1

এক ছবিতে মিঠুন চক্রবর্তী এবং দেব। আজ থেকে সল্ট লেকের আইএ ব্লকে শুরু হল অভিজিৎ সেনের ছবি ‘প্রজাপতি’-র শ্যুটিং। এই ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেব ছাড়াও অভিনয় করছেন মমতা শঙ্কর। মৃণাল সেনের ছবি মৃগয়ার পর ৪৬ বছর বাদে আবার একসঙ্গে দেখা যাবে মিঠুন ও মমতা শঙ্করকে। গতকাল বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বৈঠকের পর আজ সম্পূর্ণ ভিন্ন মেজাজে মিঠুন চক্রবর্তী।  তাঁর সঙ্গে কথা বলেছেন এবিপি আনন্দর প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS