২০১৪ সালের টেটে, ২৭৩ জনকে বাড়তি এক নম্বর দেওয়া নিয়ে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ক্ষোভের মুখে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের উদ্দেশে বিচারপতি সুব্রত তালুকদার বলেন, এটা কোনও ক্লাস টেস্ট নয়, নিয়োগের প্রক্রিয়া। পাশাপাশি তিনি আরও বলেন, পর্ষদ নিজেই নিজের অনিয়মের তদন্ত করবে, সেটা হতে পারেনা।