দেশে ২৩ শতাংশ বাড়ল করোনা সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৫৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৮৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৯।