অভিনয় থেকে নাচের আঙিনায় তাঁর সাবলীল যাতায়াত। কিন্তু সেই অভিনেত্রী-নৃত্যশিল্পী এবার রেকর্ডিং স্টুডিওতে! নাহ, ডাবিং নয়, গান রেকর্ড করার জন্য। প্রথমবার সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন মনামী ঘোষ। শুধু কী তাই, প্রযোজক হিসেবেও হাত পাকাতে চলেছেন মনামী। নতুন মিউজিক ভিডিও মুক্তি পাচ্ছে তাঁরই প্রযোজনা সংস্থা থেকে। আজ মুক্তি পাচ্ছে 'ভিটামিন এম'। নতুন এই মিউজিক ভিডিওতে নাচের সঙ্গে সঙ্গে গান গাইতেও শোনা যাবে মনামীকে।