West Bengal Corona : উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ২ হাজার পার! Bangla News

ABP Ananda 2022-07-06

Views 52

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ২ হাজার পার! রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৩৫২। রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা, তারপরেই দুই ২৪ পরগনা। কলকাতায় একদিনে ৮২৫জন করোনা আক্রান্ত। উঃ ২৪ পরগনায় একদিনে ৫৫২জন করোনা আক্রান্ত। এদিকে, করোনার বুস্টার ডোজ এবার নেওয়া যাবে ৬ মাসেই। দ্বিতীয় ডোজের সঙ্গে ব্যবধান কমিয়ে এবার ৬ মাসেই বুস্টার ডোজ। বর্তমানে দ্বিতীয় ডোজের ৯ মাস পরে নেওয়া যায় বুস্টার ডোজ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS