মা কালীকে নিয়ে, মহুয়া মৈত্রর (Mahua Moitra) মন্তব্য ঘিরে, রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর গ্রেফতারি দাবি করেছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মহুয়া মৈত্রর মন্তব্যকে ব্যক্তিগত বলে দায় এড়িয়েছে তৃণমূল। তবে, মহুয়া বুধবারও স্পষ্ট করে দিয়েছেন, তিনি নিজের অবস্থানে অনড়।মা কালীকে নিয়ে মহুয়া মৈত্রর মন্তব্যকে হাতিয়ার করে, পথে নেমেছে বিজেপি। বিভিন্ন জেলার একাধিক থানায় কৃষ্ণনগরের তৃণমূল (TMC) সাংসদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তারা। এই ইস্যুতে সরাসরি মহুয়া মৈত্রর পাশে না দাঁড়ালেও, বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।মা কালী প্রসঙ্গে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে বিতর্কের পারদ ক্রমশ চড়ছে। রাজনৈতিক তরজার পারদও সপ্তমে। তবে তৃণমূল সাংসদ মা কালী নিয়ে যে মন্তব্য করেছেন, তা নিয়ে বিদ্বজ্জনদের মধ্যে শোনা গেছে নানা মত।