ভারতে এবার ওমিক্রনের (Omicron) নতুন উপ প্রজাতি! ‘ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ টু পয়েন্ট সেভেন ফাইভ-এর হদিশ ভারতে। দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ডিরেক্টর জেনারেল টেড্রোস গেব্রিয়েসাসের। গত ২ সপ্তাহে বিশ্বজুড়ে সংক্রমণ বেড়েছে ৩০ শতাংশর বেশি। ইউরোপ ও আমেরিকায় সংক্রমণ ছড়াচ্ছে বিএ ফোর ও বিএ ফাইভ ভ্যারিয়েন্ট। ভারত-সহ অন্তত ১০টি দেশে মিলেছে বিএ টু পয়েন্ট সেভেন ফাইভ সাব-ভ্যারিয়েন্ট’ পরিস্থিতির উপর নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জানিয়েছেন হু-প্রধান।