'বিদেশে পড়াশোনা করে ফিরে এসো। মাতৃভূমিকে ভুলো না, কর্মভূমিকে ভুলো না।' দেশের জন্য, রাজ্যের জন্য কাজ করার জন্য পড়ুয়াদের বার্তা দিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটি অনুষ্ঠান থেকে এমনবই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে NSATI-এর সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের অধীনে রাজ্যের ২২টি জেলায়,২৬টি সিভিল সার্ভিসেস কোচিং স্টাডি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। ছাত্রছাত্রীদের 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড' বিতরণ করবেন।