ক্যানিংয়ের জনবহুল এলাকায় ৩ তৃণমূল নেতাকে নৃশংস খুন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। জনবহুল এলাকায় গুলি, এলোপাথাড়ি ভোজালির কোপ! ভোজালির কোপ গলায়, মাথা কেটে নিয়ে যাওয়ার চেষ্টা! ওই রাস্তা দিয়েই যাবেন ৩ জন, আগে থেকে খবর ছিল আততায়ীদের কাছে, সন্দেহ পুলিশের। রাস্তার ধারে সবজি খেতে চাষি সেজে অপেক্ষা করছিল আততায়ীরা, খবর পুলিশ সূত্রে। ঘটনাস্থলে হাজির সিআইডি আধিকারিকরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি তাজা বোমা ও ৩টি গুলির খোল। এলাকায় গেলেন এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্ত। গেলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার ও আইজি প্রেসিডেন্সি রেঞ্জ। কী প্রতিক্রিয়া তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির?