সাতসকালে ক্যানিংয়ে হাড়হিম করা হত্যাকাণ্ড, ৩ তৃণমূল নেতা খুন। গুলি চালানোর পরে ভোজালির কোপে গলা কাটার চেষ্টা!। ‘এলাকার দখল নিতেই ছক কষে ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতাকে খুন’।‘নিহত তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বপন মাঝির জন্য এলাকাছাড়া মূল অভিযুক্ত’।‘স্বপন মাজির জন্যেই এলাকায় ঢুকতে পারছিল না রফিকুল’। ‘আগে মাদক মামলায় জেল খেটেছিল অভিযুক্ত রফিকুল’।‘জেল থেকে বেরিয়ে স্বপন মাজির সঙ্গীর উপর হামলা চালায় রফিকুল’।‘হামলার পর থেকেই পলাতক ছিল রফিকুল’।পথের কাঁটা সরাতেই স্বপন মাঝি-সহ ৩জনকে খুন, অনুমান পুলিশের: সূত্র