ICU বাদে হাসাপাতালের বেড ভাড়া দৈনিক ৫ হাজার টাকার বেশি হলে ৫ শতাংশ হারে জিএসটি, হাসপাতালে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট বসালে GST ১২ শতাংশ। সম্প্রতি GST কাউন্সিলের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে চাপ বাড়বে সাধারণ মানুষের ওপরেই। বলছেন চিকিত্সকদের একাংশ।