Boris Johnson resigns : সরে দাঁড়ালেন বরিস জনসন, এবার চেয়ারে বসবেন কে?

ABP Ananda 2022-07-08

Views 55

একের পর এক মন্ত্রীর পদত্যাগের জেরে চাপের মুখে শেষমেশ ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে সরে দাঁড়ালেন বরিস জনসন। ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পদত্যাগ করার পর বরিস জনসন জানিয়েছেন, কনজারভেটিভ পার্টি যত দিন না নতুন নেতা নির্বাচিত করছে, ততদিন তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে থাকতে চান। সূত্রের খবর, ঋষি সুনক সহ মন্ত্রী ও আধিকারিক মিলিয়ে প্রায় ৫০ জনের ইস্তফার পর পদত্যাগ করতে রাজি হন বরিস। বরিসের ছেড়ে যাওয়া চেয়ারে বসবেন কে? পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম সদ্য প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক। তিনি ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS