বর্ধমানের ঘটনার পর জেলায় জেলায় আবগারি দফতরের অভিযান। বাঁকুড়া ১ নম্বর ব্লকের আগোয়া গ্রাম থেকে উদ্ধার চোলাই মদ ।আজ সকালে অভিযান চালায় আবগারি দফতর। ভেঙে দেওয়া হয় মদের ঠেক। বাজেয়াপ্ত মদ তৈরির সরঞ্জাম। নষ্ট করা হয় ৩০ লিটার চোলাই। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় অভিযান আবগারি দফতরের। ভোররাত থেকে বেলদা থানার পুলিশকে নিয়ে রাম সরিষা ও পাইখোলা গ্রামে অভিযান চালান আবগারি দফতরের আধিকারিকরা। মাটি খুঁড়ে উদ্ধার হয় ড্রামের মধ্যে লুকিয়ে রাখা চোলাই তৈরির সরঞ্জাম। ১২০ লিটার চোলাই নষ্ট করা হয়। তবে আবগারি দফতর ও পুলিশ পৌঁছনোর আগেই চম্পট দেয় চোলাই কারবারিরা।ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছে আবগারি দফতর।