ফের অগ্নিগর্ভ শ্রীলঙ্কার (Srilanka) পরিস্থিতি। বিক্ষোভে তোলপাড় দ্বীপরাষ্ট্র। পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতির বাসভবন ঘিরে বিক্ষোভ। রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়েছেন বলে সূত্রের খবর। অন্যদিকে, রাষ্ট্রপতি ভবনের সামনে বিক্ষোভকারীদের দলে ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্য। বিক্ষোভকারীদের হঠাতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। লাঠিচার্জও করে। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, রাজিথা সেনারত্নে নামে এক সাংসদকে টেনে হিঁচড়ে মারধর করে বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে সংসদে জরুরি অধিবেশন ডাকার জন্য স্পিকারকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে।