সামাজিক দায়বদ্ধতার নিদর্শন রাখল ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। একেডি গ্রুপের প্রতিষ্ঠাতা স্বর্গীয় অজিত কুমার দাসের স্মৃতিতে পালিত হল সৌহার্দ্য দিবস। এবছরের এই মহান কর্মকাণ্ডের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এদিন রক্তদান করলেন একেডি পরিবারের ৫০ জন সদস্য।