ক্যালেন্ডারের নির্ঘণ্ট অনুযায়ী দুর্গাপুজোর এখনও কিছুদিন দেরি আছে। কিন্তু খুঁটিপুজোর মধ্যে দিয়ে প্রাণের উৎসবের ওয়ার্মআপ শুরু করে দিয়েছে বিভিন্ন ক্লাব। রবিবারও দেখা গেল সেই ছবি। বালিগঞ্জ ২১ পল্লি, লেকটাউন নেতাজি স্পোর্টিং ক্লাব, হরিদেবপুরের পুঁটিয়ারি ক্লাবে হল খুঁটি পুজো।