Corona Cases: রাজ্যে লাফিয়ে বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা, লাল তালিকাভুক্ত রাজ্যের ১১ জায়গা

ABP Ananda 2022-07-11

Views 45

সেন্টিনেল সার্ভের রিপোর্টে রাজ্যে করোনার উদ্বেগজনক ছবি। রাজ্যে লাফিয়ে বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা। ‘রাজ্যের ৯ জেলায় সংক্রমণ-হার ১০ শতাংশের বেশি। কোথাও কোথাও সংক্রমণ-হার ছাড়িয়েছে ২০ শতাংশ'। লাল তালিকাভুক্ত রাজ্যের ১১ জায়গা। সংক্রমণ-শীর্ষে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা, পজিটিভিটি রেট ২৪.৭৭ শতাংশ। ২৩ শতাংশের উপরে উত্তর ২৪ পরগনার সংক্রমণ-হার। তৃতীয় স্থানে থাকা দার্জিলিঙে সংক্রমণ-হার ১৯ শতাংশের বেশি। উত্তর দিনাজপুরের পজিটিভিটি রেট ১৮.২৫ শতাংশ। রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ৩ হাজার ছুঁইছুঁই। ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ২ হাজার ৯৬২মৃত্যু হয়েছে ৪ জনের

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS