বাংলায় প্রচারে আসছেন NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। বিজেপি সূত্রে খবর, আজ সন্ধে ৭টায় তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে যাবেন নিউটাউনের হোটেলে। আগামীকাল সকাল সাড়ে ৮টায় উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানাবেন দ্রৌপদী মুর্মু।এরপর সকাল ১০টা থেকে বাইপাসের হোটেলে বৈঠক করবেন তিনি। বৈঠকে রাজ্যের বিজেপি বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে।