রাজ্যের মন্ত্রী-বিধায়কদের নামে জাল লেটারহেড ও বিশ্ব বাংলার লোগো ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। টালিগঞ্জ থেকে গ্রেফতার মহিলা। অভিযুক্ত বছর ৩৫-এর মৌ গুহ। অভিযোগ, রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের আপ্ত সহায়কের নাম করে, মন্ত্রী ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্যর লেটারহেড জাল করে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোটায় সরকারি ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে গত কয়েকমাস ধরে বাজার টাকা তোলা হচ্ছিল। ৮ জনের থেকে প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। গতকাল টালিগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে। মন্ত্রী, বিধায়করা জানিয়েছেন, সমস্ত নথিই জাল।