Dilip Ghosh : ‘তৃণমূলের অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ABP Ananda 2022-07-12

Views 49

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্য নিয়েই এবার তৃণমূল নেত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের উল্লেখ করে তিনি বলেন, ‘তৃণমূল নেত্রী যশবন্ত সিন্হাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছেন। কিন্তু তাঁকে প্রচার করতে বাংলায় আসতে দিচ্ছেন না’ । তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছেন, দ্রৌপদী মুর্মুর কথা আগে বললে ভেবে দেখতাম। যশবন্ত সিন্হাকে এভাবে অপদস্ত করার কী মানে?’ এখানেই থামেননি দিলীপ ঘোষ। ‘তৃণমূলের অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন’ ...বিস্ফোরক দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে তৃণমূল সাংসদ শান্তনু সেন পাল্টা কটাক্ষ করে বলেন, ‘বিজেপির আদিবাসী-প্রীতির নমুনা দেশ দেখেছে’ !

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS