প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, গুজরাত ও মধ্যপ্রদেশ। তিন রাজ্যে এখনও পর্যন্ত ২১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। মহারাষ্ট্রের একাধিক জেলায় জারি হয়েছে সতর্কতা। বিপর্যস্ত গুজরাতও। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। মধ্যপ্রদেশেরও অবস্থা শোচনীয়। বেড়েছে কয়েকটি নদীর জলস্তর। ছত্তীসগঢ়েও প্রবল বৃষ্টির কারণে জারি হয়েছে লাল সতর্কতা।