বিজয় মাল্য, মেহুল চোকসি, নীরব মোদির পর এবার কয়লা পাচারকাণ্ডে ফেরার অভিযুক্ত বিনয় মিশ্রকে অর্থনৈতিক অপরাধী ঘোষণা করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর জন্য অনুমতি চেয়ে দিল্লির পাটিয়ালা কোর্টে আবেদনও করেছে ইডি। ২০১৮-সালে মোদি সরকার ফিউজেটিভ ইকোনমিক অফেন্ডার ঘোষণা করার জন্য আইন আনে। এই আইনে কাউকে অর্থনৈতিক অপরাধী ঘোষণা করলে দেশে তাঁর নামে-বেনামে সমস্ত সম্পত্তি তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করতে পারে। এমনকী বিদেশেও ফেরার অভিযুক্তর সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে এই আইনে। বাংলা থেকে প্রথম বিনয় মিশ্রকেই এই আইনে অর্থনৈতিক অপরাধী ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইডি। ১০০ কোটি টাকার ওপর প্রতারণা করে যারা বিদেশে পালিয়েছে, তাদের বিরুদ্ধে এই আইন কার্যকর করা যায়।