গেম খেলতে খেলতেই প্রেমে পড়ে যায় কিশোরী। ঝাড়খন্ডের বাসিন্দা ওই কিশোরী প্রেমের টানে চলে আসে জলপাইগুড়ির বানারহাটে। সেখানেই যুবকের বাড়ি। অনলাইন গেম খেলার ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই জানি কিন্তু গেম খেলতে গিয়ে যে প্রেম হতে পারে এই দৃষ্টান্ত একেবাৰেই নতুন।