৬ দিন কেটে গেলেও পুলিশ নিখোঁজ ছেলের হদিশ দিতে না পারায় থানার সামনে ধর্নায় বসলেন পড়ুয়ার বাবা-মা। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার থেকে নিখোঁজ বিধাননগর মিউনিপ্যালিটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্র। থানায় মিসিং ডায়েরিও করা হয়। কিন্তু তারপর এতদিন কেটে গেলেও ছেলের খোঁজ না পেয়ে আজ সকালে বৃষ্টির মধ্যেই বাগুইআটি থানার সামনে ধর্নায় বসেন নিখোঁজ ছাত্রের বাবা-মা। শেষপর্যন্ত তাঁদের বুঝিয়ে থানার ভিতরে নিয়ে যান পুলিশ কর্মীরা। পুলিশ নিখোঁজ পড়ুয়ার সন্ধানে তত্পর নয়, এটাই অভিযোগ বাবা-মায়ের।