এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় শিক্ষা দফতরের প্রধান সচিবকে তলব। আজই মণীশ জৈনকে তলব করল সিবিআই। ‘এসএসসি-র উপদেষ্টা কমিটি গঠনের ফাইল পাঠিয়েছিলেন মণীশ’। ‘জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়’। ‘কার নির্দেশে ফাইল পাঠিয়েছিলেন মণীশ?’ ।‘কার নির্দেশে গঠিত হয়েছিল উপদেষ্টা কমিটি?’ জানতে শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈনকে তলব সিবিআইয়ের: সূত্র