১৮ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরুর আগে ‘অসংসদীয়’ শব্দের নতুন তালিকা। নতুন তালিকা প্রকাশ করল লোকসভার সচিবালয়। নতুন তালিকায় বিশ্বাসঘাতক, জুমলাবাজ, কালা দিনের মতো শব্দকে রাখা হয়েছেসাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, "এখন তো শব্দেও বেড়াজাল পড়িয়ে দিচ্ছে। মানুষ কী বলবেন, কী বলবেন না, সেটাও ঠিক করে দিচ্ছে। বিজেপি সম্পর্কে যে শব্দ সাধারণভাবে ব্যবহার করা হয়, সেগুলিই নাকি ব্যবহার করা যাবে না। এটা তো জনবিরোধী নীতি। যথাযথভাবে তৃণমূল কংগ্রেসের সাংসদরা প্রতিবাদ করবে।"