কয়লা পাচারকাণ্ডে এবার ইডি-র নজরে পুরুলিয়ার বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। ইডি সূত্রে খবর, আগামীকাল সকাল ১১টা নাগাদ দিল্লির সদর দফতরে তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে। পাশাপাশি, আগামীকাল মন্ত্রী মলয় ঘটককেও ফের দিল্লিতে তলব করেছে ইডি। কয়লাকাণ্ডে এই নিয়ে চতুর্থবার তলব করা হল মন্ত্রীকে। ইডি সূত্রে খবর, কয়লা পাচারে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখেই তৃণমূল বিধায়ক ও মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। এব্যাপারে এখনও পর্যন্ত মন্ত্রী কিংবা বাঘমুণ্ডির তৃণমূল বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।