খাঁচার ভেতর অচিন পাখির কেমনে আসে যায়। khachar vitor ochin pakkhi. রাত্রি দাস। Ratri Das.

Gaaner Opare 2022-07-15

Views 12

খাঁচার ভেতর অচিন পাখির কেমনে আসে যায়। khachar vitor ochin pakkhi. রাত্রি দাস। Ratri Das.
=========================================

গানঃ

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়।
তারে ধরতে পারলে মন বেড়ি,
ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।
কেমনে আসে যায়,
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।

আট কুঠুরী নয় দরজা আটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা।
তার উপরে সদর কোঠা,
তার উপরে সদর কোঠা,
আয়না মহল তায়।
কেমনে আসে যায়,
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।

কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার।
খাঁচা ভেঙ্গে পাখি আমার,
খাঁচা ভেঙ্গে পাখি আমার কোন বনে পালায়।
কেমনে আসে যায়,
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।

মন তুই রইলি খাঁচার আসে,
খাঁচা যে তোর কাঁচা বাঁশের।
কোন দিন খাঁচা পড়বে খসে,
কোন দিন খাঁচা পড়বে খসে
লালন ফকির কেঁদে কয়।
কেমনে আসে যায়,
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।

=========================================

গীতিকার ও সুরকারঃ লালন ফকির
কভার শিল্পীঃ রাত্রি দাস

=========================================
Thanks
=========================================

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS