বিদ্যুৎ দফতরের কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে জটিলতা অব্যাহত। শীর্ষ কর্তাদের বেতন বন্ধ হলেও বকেয়া মেটাতে পারেনি বিদ্যুৎ নিগম। আদালতে হাজিক সংস্থার জিএম সহ আধিকারিকরা। আগামী শুক্রবার রাখা হোক এই মামলা। তারমধ্যে সমস্যার কিছু সমাধান হয়ে যাবে। বিচারপতি রাজশেখর মান্থার কাছে আবেদন এজির। শুক্রবার ফের আদালতে হাজির হতে হবে ওই আধিকারিকদের।