জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগ। ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে খুন হলেন এক প্রৌঢ়,বেলডাঙার সাহাপুরের ঘটনা

Ayan Bangla News 2022-07-18

Views 32

জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগ। ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে খুন হলেন এক প্রৌঢ়। বেলডাঙার সাহাপুরের ঘটনা। মৃতের নাম জালালউদ্দিন শেখ। স্থানীয় সূত্রে খবর, বাড়ির কাছেই জমি নিয়ে পড়শি সৈদুল শেখের সাথে দীর্ঘদিন থেকেই গণ্ডোগোল চলছিল। সেই গণ্ডোগোলের
জেরেই গতকাল রাত দেড়টা নাগাদ জালাউদ্দিনকে বাড়ি থেকে ডেকে আনে সৈদুল। অভিযোগ , এরপরেই তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এলোপাথাড়ি কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS