‘মোদি সরকারের অগ্নিপথ প্রকল্পে সেনায় ভর্তি হতে গেলে আগে জানাতে হচ্ছে জাতি-ধর্ম পরিচয়’, ‘সরকার অগ্নিবীর তৈরি করতে চাইছে, নাকি জাতিবীর?’, ট্যুইট আপ সাংসদ সঞ্জয় সিংহের। ‘দলিত, পিছিয়ে পড়া জাতি, আদিবাসীদের সেনায় ভর্তির উপযোগী মনে করেন না মোদিজি?’, ‘ভারতের ইতিহাসে প্রথমবার সেনায় ভর্তির সময় জাত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে’, প্রশ্ন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহের।