কয়লাপাচারকাণ্ডে সিবিআইয়ের প্রথম চার্জশিট। কয়লাপাচারকাণ্ডে সিবিআইয়ের চার্জশিটে ৪১জনের নাম। ‘সিবিআইয়ের চার্জশিটে অনুপ মাজি ওরফে লালার নাম’। ‘চার্জশিটে বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, গুরুপদ মাজি, জয়দেব মণ্ডল’। ‘সিবিআইয়ের চার্জশিটে ইসিএলের বর্তমান-প্রাক্তন ৮ কর্তারও নাম’। ‘সিবিআইয়ের চার্জশিটে ১০টি সংস্থা, ১২টি মাইনিং সংস্থার নাম’। আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে প্রথম চার্জশিট: সূত্র। কোন কোন প্রভাবশালীর কাছে গিয়েছিল পাচারের টাকা? জানতে চায় সিবিআই: সূত্র