কালী নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যেই, ২৮ জুলাই কালী পুজো করার সিদ্ধান্ত নিল বিজেপি। মহিলা মোর্চার উদ্যোগে দলের রাজ্য সদর দফতর মুরলিধর সেন লেনের বাইরেই হবে এই পুজো। প্রসঙ্গত গতকালই, বাংলার কালী পুজো নিয়ে, সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের থেকে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।