রাত পোহালেই ২১ জুলাই। দু’বছর পর কাল ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোচবিহার থেকে কাকদ্বীপ। মুর্শিদাবাদ, মালদা থেকে পুরুলিয়া-মেদিনীপুর। জেলা থেকে দলে দলে কলকাতায় তৃণমূল নেতা কর্মীরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলায় মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। মঞ্চের সামনে রয়েছে পুলিশ পাহারা। চারদিকে লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা।