' বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে, বাংলায় অনেক ভাবে হারানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ২০২১ মানুষ দেখিয়ে দিয়েছে। ২১ কখনও ভুলতে দেয় না। তাই তো বলি আবার আবার ফিরে এসো ২১ বারবার। তৃণমূল থাকলে, ফ্রিতে রেশন পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, পেনশন ভাতা, সবুজসাথী পাবেন। তৃণমূল বারবার। ' বার্তা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বলেন, একদিকে কৃষ্টি, অন্যদিকে শিল্প। দজোর করে কারও ঘর ভাঙব না, জমি দখল করব না। দেউচা পাঁচামির কাজ শুরু হয়েছে. ১ লক্ষ চাকরি হবে। আদিবাসী ছেলে মেয়েরা আছে। তারজপুর পোর্ট হচ্ছে। আরও ১২ হাজার। সিলিকন ভ্যালি হচ্ছে। ৫০ হাজার চাকরি হবে। ''