Aj Banglay: দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হচ্ছেন ওড়িশার দ্রৌপদী মুর্মু । Bangla News

ABP Ananda 2022-07-21

Views 48

দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হচ্ছেন ওড়িশার দ্রৌপদী মুর্মু । যশবন্ত সিন্হাকে হারিয়ে দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর পক্ষে ভোট: ২১৬১, ভোটমূল্য: ৬,৭৬,৮০৩।বিরোধী প্রার্থী যশবন্ত সিন্হার পক্ষে ভোট: ১০৫৮, ভোটমূল্য: ৩,৮০,১৭৭। দ্রৌপদী মুর্মুর সমর্থনে ১২ রাজ্যে ক্রস ভোটিংয়ের ঢল। ‘বিহার, অরুণাচল প্রদেশ, অসম, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত’। ‘হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয়’। ১২ রাজ্যের ১০৪জন বিধায়ক, ১৭জন সাংসদের ক্রস ভোটিং

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS