Tripura BJP : 'শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা নেই রতনলাল নাথের', ত্রিপুরায় বিজেপির অন্দরে কোন্দল

ABP Ananda 2022-07-22

Views 813

ত্রিপুরায় বিজেপির অন্দরে কোন্দল। শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সঙ্গে সংঘাত বাধল বিজেপি বিধায়কের। বিলোনিয়ার বিজেপি বিধায়ক অরুণচন্দ্র ভৌমিকের দাবি, শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা নেই রতনলাল নাথের। শিক্ষামন্ত্রীর পদ থেকে রতনলালকে সরানোর জন্য তিনি দিল্লিতে দরবার করবেন বলেও জানিয়েছেন বিলোনিয়ার বিজেপি বিধায়ক। যদিও এ নিয়ে রতনলাল নাথের প্রতিক্রিয়া মেলেনি। বিজেপি সূত্রে খবর, দুজনের বিবাদের সূত্রপাত, বিলোনিয়া কলেজ থেকে ২ অধ্যাপককে বদলির সিদ্ধান্ত ঘিরে। সূত্রের দাবি, ওই দুই অধ্যাপকের বদলি নিয়ে প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে যান বিজেপি বিধায়ক। অভিযোগ, তখন তাঁকে ধমক দেন শিক্ষামন্ত্রী। তারপরই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন বিধায়ক।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS