বাগদায় চন্দন মন্ডলের বাড়িতে ইডি আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দন মন্ডলের নাম জড়িয়েছে। তাঁর বিরুদ্ধে শিক্ষক নিয়োগের জন্য প্রচুর টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। যখন ইডি এসে পৌঁছয় তখন বাড়িতে কেউ ছিলেন না। পরে পরিবারের লোকজন এসে তালা খোলেন। তারপরেই ইডি আধিকারিকরা ভিতরে ঢুকে তল্লাশি শুরু করেন।