প্রকাশিত হল CBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। ৯২ দশমিক ৭১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। বোর্ডের তরফে জানানো হয়েছে, ৯৫ শতাংশের বেশি পেয়েছেন ৩৩ হাজার পরীক্ষার্থী। ৯০ শতাংশের বেশি পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার পরীক্ষার্থী। ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি। আর্টসে সাউথ পয়েন্ট স্কুলের ওভিয়া রায় পেয়েছেন ৯৯ শতাংশ। ওভিয়ার সঙ্গে কথা বলেছেন এবিপি আনন্দর প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী।