একটা পেঁয়াজ পাওয়া গেছে। খোসা যত ছাড়ানো হবে, ততই তথ্য বেরোবে। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার প্রসঙ্গে, আদালতে এমনই দাবি করলেন ED-র আইনজীবী। খোসা ছাড়াতে ছাড়াতে শূন্য হবে। পাল্টা দাবি ধৃতের আইনজীবীর। অর্পিতাকে এক দিনের ED হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।